Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কী সেবা কীভাবে পাবেন

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কক্সবাজার

কর্তৃক প্রদেয় সাধারণ সেবা সমূহ নিম্নরূপঃ

 

ক্র:নং

সেবা সমূহ

সেবা প্রদানের সাধারণ সময়সীমা

বিদেশ গমনেচ্ছু ও বিদেশ থেকে ফেরত কর্মীদের নাম      নিবন্ধন ও তথ্যাবলী সংরক্ষণ এবং সরবরাহ।

আবেদন প্রাপ্তির ১(এক) কর্মদিবসের মধ্যে সকল কার্যক্রম শেষ করে ২য় দিন নাম নিবন্ধন আইডি কার্ড হস্তান্তর।

প্রবাসী কর্মীদের তথ্য সংগ্রহে জরীপ কার্যক্রম।

প্রবাসেকর্মরত এবং প্রবাস প্রত্যাগত কর্মীদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের লক্ষ্যেজরীপ কার্যক্রম গ্রহণ। সময়সীমা কার্যক্রম ব্যাপ্তি অনুসারে।

প্রবাসী কর্মীদের  দেশে ও বিদেশে কল্যাণ এবং সুরক্ষা কাজে সহায়তা প্রদান।

প্রবাসী কর্মীদের চাহিদা অনুসারে এবং বিদ্যমান আইন অনুসারে প্রয়োজনীয় সেবা প্রদান ৩ -৭ দিনের মধ্যে ।

প্রবাসী কর্মীদের পরিবার এর সাথে সরকারের অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যোগসূত্র স্থাপন।

চাহিদা অনুসারে ব্যবস্থা গ্রহণ ০৭(সাত) দিনের মধ্যে।

 

তথ্য সেবা প্রদান ।

বিদেশ গমনেচ্ছু ও প্রত্যাগতদের প্রশিক্ষণ, বিদেশে চাকরিসহ নিরাপদ অভিবাসন সংক্রান্ত তথ্য প্রদান ১(এক) দিনের মধ্যে।

অভিযোগ গ্রহণ, অনুসন্ধান/তদন্ত এবং কর্তৃপক্ষের নিকট প্রেরণ।

প্রাপ্ত অভিযোগ তদন্ত সাপেক্ষে ০৭(সাত) দিনের মধ্যে কর্তৃপক্ষের নিকট প্রেরণ।

বিদেশে মৃত্যুবরণকারী  অথবা দূর্ঘটনার শিকার হওয়া কর্মীদের মৃতদেহ দেশে ফেরত আনা/ সংশ্লিষ্ট দেশে দাফন/সৎকার করা সংক্রান্ত মতামত।

বিদেশেমৃত্যুবরনকারী কর্মীদের লাশ দেশে ফেরত আনা/সংশ্লিষ্ট দেশে দাফন/সৎকার করারলক্ষ্যে মৃত ব্যক্তির বৈধ ওয়ারিশগণ থেকে মতামত সংগ্রহ পূর্বক যথাযথকর্তৃপক্ষের নিকট প্রেরণ ৩(তিন) কর্মদিবসের মধ্যে।

 ওয়েজআর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রদত্ত  ২,০০,০০০/-,৩,০০,০০০/- টাকারআর্থিক অনুদান , বকেয়া বেতন ও ইন্সুরেন্স এবং ক্ষতিপূরণ প্রাপ্তিতে সহায়তাপ্রদান এবং চেক বিতরণ।

দাখিলকৃত কাগজপত্রাদি ও ওয়ারিশ সংক্রান্ত সরেজমিনে তদন্ত পূর্বক ৭(সাত) কর্ম দিবসের মধ্যে চেক অনুমোদনের লক্ষ্যে বিএমইটিতে প্রেরণ।

 দেশে ও বিদেশে চাকরি চাহিদা, বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার।

 

দেশে/বিদেশেকর্মসংস্থানের বিজ্ঞপ্তি সংগ্রহ, প্রচার ও সংরক্ষণ সংক্রান্ত কর্যক্রম  প্রতি কর্ম দিবসে নোটিশ বোর্ডের মাধ্যমে প্রচার করা হয়।

 

১০

বিদেশ থেকে প্রত্যাগত কর্মীদের কর্মসংস্থান/ বিনিয়োগ / ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরামর্শ ও সহায়তা প্রদান।

 প্রবাসীদের কষ্টার্জিত অর্থ সঠিক ব্যবহারে কার্যকর পরামর্শ ও সেবা প্রদান ।

১১

 বিদেশ গমনেচ্ছু নারী এবং প্রত্যাগত নারী কর্মীদের বিশেষ সহায়তা প্রদান।

নারী কর্মীদের অভিবাসন তথ্য সেবা প্রদান এবং প্রশিক্ষণ গ্রহণে সহায়তা প্রদান করা হয়।

 

১২

আর্ন্তজাতিক অভিবাসন দিবস উদযাপন।

 

প্রতি বছর ১৮ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক অভিবাসন দিবস পালন।

 

১৩

নিরাপদ অভিবাসনে জনসচেতনতা বৃদ্ধি এবং এনজিওদের সম্পৃক্ত করণ।

 

জেলায় নিরাপদ অভিবাসনে জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ এবং এনজিওদেরকে সম্পৃক্তকরণ জোরদার করণ।

 

১৪

অভিবাসন ব্যয় ও রেমিটেন্স প্রেরণে ব্যাংকিং চ্যানেলের সেবা প্রদানে সহায়তা প্রদান।

 

অভিবাসনব্যয় ও ব্যাংকিং চ্যানেল এর মাধ্যমে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদেরকাউন্সিলিং ও উদ্বুদ্ধকরণ এবং ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে সেতু বনন্ধন তৈরীকরা।

 

১৫

 বর্হিগমন অধ্যাদেশ-১৯৮২  সংশোধত বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী কল্যাণ অনুসারে আইনগত সহায়তা প্রদান।

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন।

১৬

রিক্রুটিং এজেন্সীর/অনুবাদ কেন্দ্রের  কর্মকান্ড ও নবায়নের ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন প্রেরণ ।

 

বিএমইটিরচাহিদা অনুসারে রিক্রুটিং এজেন্সী/ অনুবাদ কেন্দ্রের কর্মকান্ড সরেজমিনেতদন্ত পূর্বক ৭(সাত) কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিএমইটিতে প্রেরণ।

 

১৭

 বায়োমেট্রিক ইমপ্রেশান (আঙ্গুলের ছাপ) গ্রহণ সেবা প্রদান।

রেজিষ্ট্রেশন, পাসপোর্ট ও ভিসার ফটোকপির ভিত্তিতে বিদেশ গমনেচ্ছু কর্মীদের বায়োমেট্রিকইমপ্রেশান (আঙ্গুলের ছাপ) বিনামূল্যে গ্রহণ (১ কর্ম দিবসের মধ্যে) ।

 

১৮

 বিবিধ

সরকারী নির্দেশনা অনুসারে প্রাপ্ত বিবিধ বিষয়াদির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।